স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুলবাড়ী কাছারি জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো মসজিদ প্রাঙ্গণে ছিল শোক ও শ্রদ্ধার আবহ।
দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলী। তিনি বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি মাস্টার। তিনি শহীদ ওসমান হাদীর আদর্শ অনুসরণ করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার বেলাল হোসেন। শেষে কাশীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলজার হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়ায় শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম দানের বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিরা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড