ক্রাইম রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কৈচা পুর মাইজ পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে মোঃ মোসলেম উদ্দিন বিল্লাল (৬৭) এর ছেলে মোঃ আবু সাদাত মোঃ সায়েম হত্যা হয়। গত ৩১/১০/২৫ ইং তারিখে রাতে এর জের ধরে মৃতক সায়েম এর বাবা মোঃ মোসলেম উদ্দিন বিল্লাল বাদী হয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন একই গ্রামের প্রতিপক্ষ মোঃ মোজাম্মেল হোসেন(৫৪) সহ ১১ জন ও অজ্ঞাত ৫/৭ জন কে আসামি করে। যাহার হালুয়াঘাট থানার মামলা নং ০১ ধারা ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মী গণ ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম বাসি কাছে বিষয়টি জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে চলে আসছে। গত ২৪/১০/২৫ ইং তারিখ উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে ঝগড়া হয়। পরে লুৎফুন নাহার বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। এই মামলার জের ধরে উল্লেখিত তারিখ রাতে থানা পুলিশ সহ মামলার বাদী ও তার লোকজন সহ আসামি খুঁজতে সায়েম এর বাড়িতে যায়। পুলিশ ও লোকজন দেখে আসামি সায়েম দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। এর পর সায়েম আর ঘরে ফেরেনি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে গেলে উপরে উল্লেখিত তারিখে ভোর প্রায় ৫.৩০ দিকে বাড়ির পিছনে ধান খেতে সায়েম কে মারধর করে ফেলে রেখে। বাড়ির লোকজন সায়েম কে দেখতে পেয়ে দ্রুত হালুয়াঘাট উপজেলা হাসপাতালে নিয়ে যায় সেখানকার কর্মরত ডাঃ পরীক্ষা নিরীক্ষার করে সায়েম কে মৃত বলে ঘোষণা করেন। পরে থানা কে বিষয়টি অবগত করিলে থানা পুলিশ দ্রুত ছুটে যান এবং সূরাতহাল রিপোর্ট তৈরি করে মৃতক লাশ ময়না তদন্তের জন্য,ময়মনসিংহ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় মৃতক এর বাবা বাদী হয়ে মামলা করেন। উল্লেখিত মামলার আসামি গণ কোট থেকে জামিনে এসে তাদের লোকজন নিয়ে। হত্যা মামলার বাদী ও পরিবারবর্গ লোকজনকে মামলা তুলে নেবার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও মামলার বিচারক এবং জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সু দৃষ্টি ও পদক্ষেপ কামনা করছে। ভুক্তভোগী পরিবারের লোকজন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড