নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। গতাকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া টেকসই পৌর উন্নয়ন সম্ভব নয়। ভবানীগঞ্জ পৌরসভার অবকাঠামো, সেবা ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে এই মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ডেপুটি টিম লিডার সামাউন আল নুর পৌরসভার বিদ্যমান অবস্থা তুলে ধরে বলেন, “বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ভবানীগঞ্জ পৌরসভাকে একটি সুসংগঠিত নগরে রূপ দেওয়া সম্ভব।”
নগর পরিকল্পনাবিদ শেখ মনিরুজ্জামান বলেন, “ভূমি ব্যবহার, সড়ক নেটওয়ার্ক, ড্রেনেজ ও জনঘনত্ব বিশ্লেষণ করেই মাস্টার প্ল্যান প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় অংশীজনদের মতামত এতে অন্তর্ভুক্ত করা হবে।”
ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ পৌরসভায় সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজগুলো পরিকল্পনার অভাবে বিচ্ছিন্নভাবে বাস্তবায়িত হয়ে আসছে। এর ফলে অনেক সময় উন্নয়ন কাজ টেকসই হয়নি এবং নাগরিক ভোগান্তি বেড়েছে। মাস্টার প্ল্যান প্রণয়ন হলে পৌরসভার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়ক নেটওয়ার্ক উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে এই পরিকল্পনা কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণে এই মাস্টার প্ল্যান একটি গাইডলাইন হিসেবে কাজ করবে, যা পৌরসভাকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “নগর পরিকল্পনায় স্বাস্থ্যসেবা ও পরিবেশ ব্যবস্থাপনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা জরুরি।”
যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন বলেন, “যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পরিকল্পিত নগর উন্নয়ন অপরিহার্য।”
রাজশাহী মহিলা টিটিসির ইন্সট্রাক্টর মজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ উপস্থিত সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটিএওচ)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নের অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি গভার্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিস, আইইউজিআইপি ও এলজিইডির সহযোগিতায় শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর সভাও অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড