আলমডাঙ্গা প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় আলমডাঙ্গার ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক মিছিলটি আলিফ উদ্দিন মোড় থেকে শুরু হয়ে ৭১ স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় আলিফ উদ্দিন মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ-সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা কামরুল হাসান কাজল, আরাফাত রহমান, তাওহিদ খান, শাকিব মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত, এনসিপির পক্ষে সালেহিন কাউনাইন (সামাউন) এবং গণ অধিকার পরিষদের খন্দকার মাশুক।
সভায় রাকিব মাহমুদ বলেন, “ওসমান হাদীর ওপর গুলি শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের বুকের ওপর গুলি চালানো হয়েছে। অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।”
এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত বলেন, “ওসমান হাদীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনকিলাব মঞ্চের আদলে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবো। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র করে আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না।”
কামরুল হাসান কাজল বলেন, “খুনীদের সঙ্গে আর কোনো আপোষ নয়। দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে বাংলাদেশের আপামত জনতা ফুঁসে উঠবে, তখন অন্যায়কারীদের পালানোর কোনো জায়গা থাকবে না।”
সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে শোক মিছিল ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড