
আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তিতুমীরকে গ্রেফতার করেছে।
গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দ্বিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে জেহালা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সোহেল তিতুমীর খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী।
গ্রেফতারকৃত সোহেল তিতুমীর (৫৪) উপজেলার জেহালা বাবুপাড়ার সুজা উদ্দিনের ছেলে।সে জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, খাদিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ২৪ সালের ১০ নভেম্বর ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।
সোহেল তিতুমীরকে ২৩ সালে কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সোহেল তিতুমীর নামের একজনকে আটক করা হয়েছে ও আদালতে সোপর্ধ করা হয়েছে।