
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)বেলা ১১ টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে আনন্দ র্যালি’র মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার।
টিটিসি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং সরাইল প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাংক ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মো. রাশেদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিদেশগামী এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গসহ, উপজেলার একাধিক দপ্তরের অফিসার, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা , মিডিয়ায় কর্মরত ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের রেমিটেন্সে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত,কারণ মা, বাবা,পরিবার পরিজন ছেলে মেয়ে দেশে রেখে, বিদেশে তারা অক্লান্ত পরিশ্রম আর মাথার ঘাম ঝড়িয়ে আমাদের দেশে টাকা পাঠাচ্ছেন। অনুষ্ঠান শেষে বিদেশগামী মো. ইফরান সরাইল প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষথেকে প্রধান অতিথির নিকট থেকে ২লক্ষ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।