
নাইক্ষ্যংছড়ি বান্দরবান
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ছয়শত পিস বাউন্ডলি ম্যাগজিন রাখার প্রসেস সহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (সকাল) রামু থানা পুলিশের একটি টিম নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে বিপুল পরিমাণ বাউন্ডলি ম্যাগজিন রাখার প্রসেস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত ম্যাগজিন রাখার প্রসেস গুলো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
রামু থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।