
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামের রংপুর–বগুড়া মহাসড়কের এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ‘মিতালী’ নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ডিএনসির চৌকস দল। অভিযানকালে বাসের ভিতরে থাকা মাদক কারবারি রাজিবকে তল্লাশি করে একটি ছাই রংয়ের ট্রাভেল ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি রাজিব মিয়া টাঙ্গাইল সদর থানার বড়শীলা এলাকার আব্দুল আজিজের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির জেলার বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“আটক রাজিব ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে যাত্রীবাহী বাস ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় মাদক পরিবহন করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আমরা তার মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বগুড়া জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ডিএনসি জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।