ডোমার প্রতিনিধিঃ
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সিজার ছাড়াই সফল নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ রয়েছেন মা ও নবজাতক যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার বার্তা ছড়িয়ে দিয়েছে।
আজ বড় দীঘি মিস্ত্রি পাড়া, ভোগডাবুরীর বাসিন্দা মোছাঃ লতিফা (স্বামী: মোঃ কাওছার) ওই কেন্দ্রে সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। দুপুর ১২টা ১৫ মিনিটে ডেলিভারিটি সম্পন্ন হয়। প্রসবকালীন পুরো সময়জুড়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফপিআই এ কে এম শাহাদৎ হোসেন। এ ছাড়া নার্সিং অ্যাটেনডেন্ট মোছাঃ রোকেয়া খাতুন এবং আয়া সুবর্না ও মেঘনার দক্ষ সহযোগিতায় নিরাপদভাবে নবজাতকের জন্ম হয়।
পরিবারের সদস্যরা জানান, সিজার ছাড়াই নরমাল ডেলিভারি হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক চাপ থেকে রক্ষা পেয়েছেন। একই সঙ্গে মা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, যা নরমাল ডেলিভারির একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক।
জানা গেছে, চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা দিয়ে আসছে। প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের জন্য এই সেবা এখন আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে।
এ বিষয়ে এফপিআই এ কে এম শাহাদৎ হোসেন বলেন,
“অপ্রয়োজনীয় সিজার শুধু আর্থিক ক্ষতিই নয়, এতে মায়ের শরীরে বাড়তি ঝুঁকিও তৈরি হয়। নরমাল ডেলিভারিতে মা দ্রুত সুস্থ হন, ভবিষ্যৎ জটিলতা কমে এবং শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত হয়।”তিনি আরও বলেন, “ভয় নয়, সচেতন সিদ্ধান্ত নিন। প্রয়োজন না হলে সিজার নয় নরমাল ডেলিভারিকেই প্রথম পছন্দ করুন।”
এদিকে, স্থানীয়রা এই সফল ডেলিভারিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আরও গর্ভবতী মায়েদের চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে নিরাপদ ও বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড