নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে একটি পর্যবেক্ষণ মিশন নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) তাদের ওয়েবসাইটে এ সিদ্ধান্তের কথা জানায়।
ইইএএসের তথ্যমতে, বাংলাদেশের কর্তৃপক্ষের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) অনুমোদন দিয়েছেন।
এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে।
নিয়োগের প্রতিক্রিয়ায় ইভারস ইজাবস বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত। তার ভাষায়, এই মিশন দেশের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে একটি স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার মূল্যায়ন তুলে ধরবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব প্রতিফলন হিসেবে কাজ করবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড