
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্য্য উদয়ের সাথে সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
একই সাথে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি, দেওয়ানগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি সংগঠন সমূহ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এ এসপি সার্কেল সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, সেনাকর্মকর্তা ক্যাপ্টেন ইমামুল নুর, মডেল থানা অফিসার ইনর্চাজ মনসুর আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, তারেকুজ্জামান, সামসুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙ্গা, বাহাদুরাবাদ সহ ইউনিয়ন পর্যায়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সমূহ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।