সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার–এর নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।
সভাপতির বক্তব্যে খায়রুন্নাহার বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে দেশের মেধাবী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ—এ কথা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা জরুরি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান বিবেক,সিংগাইর থানার ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাজেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল ছালেক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান আখি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড