
নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ
জানাযায় গত দুই দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তাবাহিনী ও দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সীমান্তের খুব কাছাকাছি এলাকায় এই সংঘর্ষের ফলে বাংলাদেশের ভেতরে পর্যন্ত মুহুমুহু গুলির শব্দ ভেসে আসছে।
বিশেষ করে নাইক্ষ্যংছড়ির ঘুম ধুম ও টেকনাফ সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় রাতভর বিস্ফোরণ ও ভারী অস্ত্রের গর্জন শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় অনেক পরিবার রাত জেগে থাকছে।
এদিকে, যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।