প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় লিটার (মুরগি বর্জ্য) বাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা সাথে সংঘর্ষে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে।
এঘটনায় অটোরিকশার আরো তিনযাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে ৫টার দিকে নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকত এর ছেলে।
আহতরা হলেন- সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের জেরিন (২০) ও পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মালেকা বেওয়া (৫০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালির আজগর হোসেন (৩১) ।
স্থানীয় সূত্রে জানা যায়- নওগাঁ সদর উপজেলার মাদারমোল্লার চারমাথা নামক স্থানে ট্রাকে লিটার (মুরগি বর্জ্য) বহন করে পঞ্চগড়ের উদ্যশ্যে যাচ্ছিল।
নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) মারা যান। এছাড়াও অটোরিকশায় থাকা আরো তিনজন গুরুত্বরআহত হোন।
স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক সড়ক দূর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন, ও একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত