কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
৮৫ জন ব্যক্তির নিকট এক কোটি সাতাশ লক্ষ হাতিয়ে নেয়া ভিসা প্রতারক সৈয়দপুরের খালিসা ধুলিয়া গ্রামের সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫) গ্রেফতার করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু ঐ এলাকার মোঃ আদর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার মৃত ছোয়াব উল্লা ছেলে নিজাম উদ্দিন (৫৬) সহ ৮৫ জন ব্যক্তি এক কোটি সাতাশ লক্ষ টাকা অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে মৌখিকভাবে জেলা গোয়েন্দা পুলিশকে জানায় । এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সত্যতা পায় এবং প্রত্যক্ষ ভাবে জড়িত মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে অভিযান পরিচালনা করে আটক করে ।
জেলা গোয়েন্দা পুলিশ আরও জানান, তাঁকে আটকের পর ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন লোকের ১৯ টি জাল পাসপোর্ট সহ টাকা ও পাসপোর্ট গ্রহণের হিসাবের খাতা একটি ,একটি সিডনি অস্ট্রেলিয়া Biggest কোম্পানীর আইডি কার্ড,, জাল কানাডিয়ান ১০০০ ডলারের ৩৫ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ৫০০ ডলারের ৩৭ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ১০০ ডলারের ৩২ টি নোটের বান্ডিল একটি, এছাড়াও অন্যান্য দেশের মুদ্রার পৃথক পৃথক দুটি বান্ডিল যার মধ্যে ১টি বান্ডিলে ৭০টি নোট অপর একটি বান্ডিলে ৪০ টি নোট এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যান্ড টেলিফোন উদ্ধার করে ।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আটক পরবর্তী জিজ্ঞাসাবাদকালে সে তাঁর সহযোগী সহ অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছে কানাডিয়ান ভিসা দেবার কথা বিকাশ ও নগদ সহ ব্যাংক এর মাধ্যমেও বিভিন্ন তারিখ ও সময়ে এক কোটি সাতাশ লক্ষ টাকা গ্রহন করেছে বলে স্বীকার করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা এবং জাল টাকা ও ডলার থাকায় পেনাল কোড আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড