প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
ময়মনসিংহে পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১
আতিকুল ইসলাম সোহাগ, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
শনিবার রাতে এসআই মোঃ সোহেল রানা ও তাঁর সঙ্গীয় ফোর্স আকুয়া ভুইয়া বাড়ি মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জীবন আকন্দ (২২)। তাঁর পিতা মো: সেলিম এবং মাতা দেলোয়ারা বেগম। ঠিকানা, সাং আকুয়া ভাঙ্গাপুল, থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ।
অভিযান চলাকালে জীবন আকন্দের কাছ থেকে বিশেষ কৌশলে লুকানো ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদক বিরোধী এই সফল অভিযানের বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে
মাদকবিরোধী এ অভিযান স্থানীয় এলাকায় প্রশংসার জন্ম দিয়েছে এবং এলাকাবাসী পুলিশ প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত