পাটগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আজ ১১ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রাম মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পাটগ্রাম উপজেলা শাখার সভানেত্রী মুহতারিমা শাম্মী আক্তার সভাপতিত্বে এবং বাইতুলমাল সম্পাদিকা মুহতারিমা সুরভী আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উপজেলা সহকারী সেক্রেটারি জানাবা শিউলি রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পাটগ্রাম পৌর শাখার সহকারী সেক্রেটারি তৌহিদা সিদ্দিকা রিমু।
বক্তারা বলেন, আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থা কাজ করে যাচ্ছে। সমাজে যখন নৈতিক অবক্ষয়, উশৃঙ্খলতা ও মানব রচিত মতাদর্শ ব্যর্থতার পরিচয় দিচ্ছে— তখন সচেতন ছাত্রীদের সামনে এগিয়ে এসে ইসলামি আদর্শে নিজেদের গড়ে তোলার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।বক্তারা আরও বলেন, ইসলামের আলোকে আত্ম-শুদ্ধি, জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতা অর্জনের মাধ্যমেই শান্তিময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য প্রতিটি ছাত্রীকে আদর্শিক ও ইতিবাচক পরিবর্তনের রাহবার হতে হবে।
সভানেত্রী শাম্মী আক্তার তাঁর সভাপতির বক্তব্যে বলেন,
“আসুন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে গ্রহণ করি। অন্যায়, অসত্য ও অন্যায়ের অন্ধকার দূর করে ন্যায় ও প্রশান্তির সমাজ গড়ে তুলতে ছাত্রীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড