তালা,সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক জনাব আফরোজা আখতারের সাথে তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার জনাব তারেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, ব্যাবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মতবিনিময় সভার শুরুতেই উপস্থিত সুধী মন্ডলী সাতক্ষীরা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব আফরোজা আক্তার কে অভিনন্দন জানান। মতবিনিময়কালে বক্তারা তালার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, তালাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা, অনলাইন জুয়া, মাদক,তালা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, কপোতাক্ষ নন খনন, জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন, আধুনিক বিনোদন কেন্দ্র স্থাপন সহ উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। উপস্থিত বক্তাদের মতামত গ্রহণ করে নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন তালা উপজেলা কে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে। নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। যেখানে সকলে স্ব পরিবারে নির্বিঘ্নে, নির্ভয়ে পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবে।
এ লক্ষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনে সচেষ্ট হতে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে জেলা প্রশাসক আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে সকল ধরনের গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে আহবান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড