আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ায় একটি সামরিক পরিবহন উড়োজাহাজ পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়ে সাত জন ক্রুর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন ব্যবহৃত এএন-২২ মডেলের এই বিমানটি মেরামত–পরবর্তী পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও কেউ জীবিত ছিলেন না।
আইভানোভো অঞ্চলটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে। দুর্ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত কিনা—এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাগুলো জানিয়েছে, উড়োজাহাজে সাতজন ক্রু ছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে যাত্রী বা ক্রুর মোট সংখ্যা প্রকাশ করা হয়নি। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
রাশিয়ার দৈনিক কোমারসান্ত জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এএন-২২ মডেলের বিমানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে রুশ সামরিক বাহিনীর বহরে ব্যবহৃত হয়ে আসছিল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড