স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ মত বিনিময় করেছেন বিডিসি ক্রাইম বার্তা পরিবারের প্রতিনিধিগন। সাক্ষাৎকালে দলের নেতৃত্ব দেন বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ফয়সাল হাওলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ কাদির খান,দৈনিক আলোকিত নিউজের স্টাফ রিপোর্টার হারুন রশিদ শেখ.মানবাধিকার কর্মী সিয়াম হাওলাদার। তারা নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীবাড়ী উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতা ও জন সেবা মূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন,“টঙ্গীবাড়ীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। গণমাধ্যমের তথ্য সহায়তা ও গঠনমূলক সমালোচনা পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির ফয়সাল হাওলাদার বলেন,“সত্য, ন্যায় ও জনগণের অধিকারের প্রশ্নে আমরা সবসময় দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছি। টঙ্গীবাড়ীর উন্নয়ন ও অপরাধ দমন কার্যক্রমে পুলিশের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একসঙ্গে কাজ করতে চাই।”
প্রেসক্লাব নেতারা সাংবাদিকতা ও প্রশাসনের সম্পর্ক আরও জোরদার করা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিশ্চিত করা, স্থানীয় সমস্যা সমাধান ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ টঙ্গীবাড়ীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড