সীমান্তের ওপার থেকে নির্বাচন কেন্দ্রিক যে কোন অপতৎপরতা রুখতে প্রস্তুত বিজিবি-দিনাজপুর সদর বিজিবি সেক্টর কমান্ডার
প্রকাশিত:
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
৩১
বার পড়া হয়েছে
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদর সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খান(পিএসসি, বিজিবিএম) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তের ওপার থেকে যেকোনো অপরত্তরতা রুখতে প্রস্তুত বিজিবি। সীমান্তের অপার থেকে কোন অবস্থাতেই যেন অবৈধ অস্ত্র ও নকল টাকা বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্ত চৌকি গুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ ধরনের তৎপরতা ও কঠোর নজরদারি রংপুর উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় এক ১ হাজার ৬৬৮ কিলোমিটার এলাকা ব্যাপী অব্যাহত থাকবে।
তিনি আজ বিকেলে দিনাজপুর সদর দপ্তর কুঠিবাড়ি গুলজার কনফারেন্স রুমে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রংপুর রিজিওনের আওতাধীন ব্যাটেলিয়ন সদস্যরা এবছর প্রায় চার কোটি টাকা অধিক মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চরাচালন মালামান আটক করতে সক্ষম হয়। এসব অবৈধ মালের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিদেশী মদ, নেশা জাতীয় ট্যাবলেট বিভিন্ন ইলেকট্রনিক ও প্রসাধনী সামগ্রী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ বিজিবি অধিনায়ক এএম জাবের বিন জব্বার পিএসসি, সদর সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।