সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা" গড়বে আগামীর শুদ্ধতা" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায়, সারাদেশে'র মত ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইল উপজেলা'য় মঙ্গলবার( ৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। এসময় উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল,সভায় উপস্থিত ছিলেন সরাইল থানা পরিদর্শক (তদন্ত)মো.জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জামায়াত ইসলামী আমির মো. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, মাওলানা মইনুল ইসলাম খন্দকার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসের,ইতি বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক, সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সাংবাদিক মো.শরিফ উদ্দিন,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষকএবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আইয়ুব খান। সঞ্চালনা করেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী।
একই সময় সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জান্নাত সুলতানা 'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবকর সরকার।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড