
চট্টগ্রাম প্রতিনিধিঃ
গতকাল রোজ রোববার (৭ ডিসেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি অফিসে সরাসরি গেলে অনেক সময় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী বছর নতুন একটি অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে উদ্যোক্তারা অনলাইনে ব্যবসা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তিনি আরও জানান, শিল্প পার্ক ও বিসিক এলাকায় বিনিয়োগ বাড়লে কৃষিজমি রক্ষা পাবে এবং উদ্যোক্তারা নিরাপদ পরিবেশে শিল্প স্থাপন করতে পারবেন। সাতদিনব্যাপী এই মেলায় প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদের হার ১৫ শতাংশ হওয়ায় উদ্যোক্তাদের ব্যয় বেড়ে যায়। এনজিও থেকে ঋণ নিতে হলে আরও বেশি প্রায় 25% পর্যন্ত সুদ দিতে হয়, যা ব্যবসা পরিচালনাকে কঠিন করে তোলে।
তারা উল্লেখ করেন, এসএমই ক্রেডিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হলেও এটি ব্যবহার ও পরিচালনায় নানা জটিলতা রয়েছে। নির্বাচনী পরিস্থিতির কারণে অন্যান্য খাতের মতো এসএমই ঋণপ্রবাহও কমে এসেছে।
বক্তারা জানান, ব্যাংক খাতে প্রায় দেড় লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে, তবে চাহিদা কম থাকায় অর্থনৈতিক গতি মন্থর। তাই চাহিদা বাড়লে অর্থনীতি আবার সচল হতে পারে।
আলোচনায় এসএমই খাতের রপ্তানিমুখী উদ্যোক্তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা আরও সহজ করার দাবি জানানো হয়, যাতে রপ্তানি প্রক্রিয়া স্বচ্ছ ও সহনীয় হয়।