পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচের নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ৬৫ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন প্যারেড-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ ও প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।রোববার, ০৭ ডিসেম্বর সকালে পাবনা বেড়া উপজেলা এর নগরবাড়ীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনান্ট চাকমা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সাবেক সম্পাদক উৎপল মির্জা, কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ ২ এর জিএম আহমদ শাহ আল জাবের
বেড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নুরেণ মায়িশা, উপ- বিভাগীয় প্রকৌশলী মো হায়দার আলী প্রমুখ। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম।প্যারেডে নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জনসহ মোট ৬৫ ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণের সমাপনী প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি কৃতী ক্যাডেটদের মাঝে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য পুরস্কার প্রদান করেন।সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী কমান্ড্যান্ট স্বর্ণপদক লাভ করেন। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন মোঃ ইউসুফ হোসেন রাফিদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন জিসান আবেদীন অর্জন করেন কমান্ড্যান্ট রৌপ্যপদক। পেশাগত বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে নটিক্যাল বিভাগের ক্যাডেট তৈয়ব ইবনে নূর দিনার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মোঃ নাইমুল ইসলাম বাংলাদেশ শিপিং,কর্পোরেশনের পুরস্কার অর্জন করেন।খেলাধুলায় উৎকর্ষ প্রদর্শন করে ক্যাডেট ক্যাপ্টেন তানিমুল হাসান, এবং অফিসার লাইক কোয়ালিটিতে কৃতিত্ব দেখিয়ে পুরস্কার পান ক্যাডেট ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের চাহিদা ক্রমেই বাড়ছে এবং বাংলাদেশি মেরিনাররা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রীতিভোজের মাধ্যমে গ্র্যাজুয়েশন প্যারেড-এর সব আনুষ্ঠানিকতা শেষ হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড