শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতা কামাল জামান মোল্লাকে মনোনয়ন না দেওয়া ও পূর্বে প্রদত্ত তার নমিনেশন স্থগিতের প্রতিবাদে শিবচরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মশাল মিছিল।
শুক্রবার সন্ধ্যায় শিবচরের হাতিরবাগান মাঠ থেকে ৭১ সড়ক পর্যন্ত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ মশাল মিছিল বের হলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলকারীদের একটাই দাবি মনোনয়ন ফিরিয়ে দিন কামাল জামান মোল্লাকে।
মনোনয়ন বঞ্চিত হওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কামাল জামান মোল্লা বলেন
আমাকে শিবচরে জনগণের দাবির ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে সেই মনোনয়ন স্থগিত করিয়ে অন্য একজনকে মনোনয়ন দিয়েছে—আমি জানি না উনাকে কে বা কারা মনোনয়ন দিয়েছে। শিবচরের জনগণ তাকে চায় না।
তিনি আরও বলেন আমি ১৭ বছর রাজপথে আছি। বিএনপির এমন কোন কর্মসূচি, মিছিল বা সংগ্রাম নেই যেখানে আমি অংশ নেইনি। দলের জন্য জেল খেটেছি, ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়েছে, নির্যাতন সহ্য করেছি। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম সবসময়। কিন্তু যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনি শিবচরে কোনো মিছিল-মিটিং করেননি।
কামাল জামান মোল্লা দাবি করেন শিবচরে যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে এখানে বিএনপির এমপি হারাবে। এতে আওয়ামী লীগ আরও শক্ত অবস্থানে যাওয়ার সুযোগ পাবে। আর আমাকে মনোনয়ন দিলে শিবচরে আওয়ামী লীগ কোন সুযোগই পাবে না।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, শিবচরের তৃণমূল বিএনপি কামাল জামান মোল্লার পক্ষে ঐক্যবদ্ধ। হঠাৎ করে বাইরে থেকে আরেক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে তৃণমূলের কেউ চেনেন না এবং যিনি দীর্ঘদিন এলাকার রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।
মিছিল চলাকালীন স্লোগান ওঠে:শিবচরের দাবি এক, কামাল জামান মোল্লা এমপি হোক নমিনেশন ফিরিয়ে দাও, তৃণমূলের সিদ্ধান্ত মানো।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ। কয়েক হাজার মানুষ হাতে মশাল নিয়ে একসঙ্গে হাঁটেন। পুরো শিবচরে উৎসবমুখর, কিন্তু ক্ষুব্ধ জনমত দৃশ্যমান ছিল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড