বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র অরুয়াইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় সরাইলের অরুয়াইল মোহন লাল জিউ'র মন্দিরে বাবু গোপাল চন্দ্র গোপ মাস্টারের সভাপতিত্বে ও বাবু শ্রী মন্ত চক্রবর্তী 'র পরিচালনায় বিএনপি'র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সুস্থতা কামনা করে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় হিন্দু ধর্মাবলম্বীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে হাত জোড় করে মন্ত্র পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নিকট দেশনেত্রী'র রোগমুক্তি ও সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারেন এই প্রার্থনা করেন।
এতে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মো. আক্কাস মিয়া, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মো.ইয়াকুব।
এসময় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষের উভয়ের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন, অরুয়াইল বহু মুখী উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবু বেনী মাধব রায়, বড়নগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি কানুধন শীল, অরুয়াইল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বাবু ক্ষীরোদ মেম্বার, অর্জুন সূত্রধর, ডাক্তার বিশ্ব নাথ আচার্য্য, চিন্তা হরন দাস, দীপক দেবনাথ, অসিত রায়,সরুপদ ঘোষ,তপন মাস্টার, ননী গোপাল দাস, ডাক্তার সন্তোষ ঘোষসহ প্রমুখ।
এছাড়াও মন্দিরে উপস্থিত বক্তারা বলেন, উনার মত আপোষহীন নেত্রী হারিয়ে গেলে দেশের অপূরণীয় ক্ষতি হবে তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করছি ভগবান শ্রীকৃষ্ণ যেন উনাকে সুস্থ করে আবারও মানব সেবায় আমাদের মাঝে ফিরিয়ে দেয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড