
নাছিমা খাতুন সুলতানা,ষ্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ধারা জাওয়ানী গ্রামের মৃত জহুর আলীর ছেলে হাজী আব্দুল হেলিম এর পৈত্রিক জমির সাথে রেলের কিছু জমি রয়েছে উক্ত জমি দীর্ঘদিন ধরে হেলিম ভোগ করে আসছে। সূত্রে জানা যায় একই গ্রামের মৃত আবাল হোসেন এর ছেলে মোঃ জুনায়েদ কবীর (৪৫) ওই রেলওয়ে জমি উপর লোভ পরে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে রেলওয়ে জমি নিয়ে বিরোধে দেখা দেয়। পরে গত ৩১/১০/২৫ ইং তারিখে জুনায়েদ কবীর জোর পূর্বক বেআইনি ভাবে বাংলাদেশ রেলওয়ে দখল করতে গেলে হাজী ও তার পরিবারবর্গ বাধা দেয়। এই ঘটনার হাজী আব্দুল হেলিম বাদী হয়ে জেলা নেত্রকোণার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মামলা করেন প্রতিপক্ষ পশু চিকিৎসক মোঃ জুনায়েদ কবীর কে আসামি করে। যাহার দরখাস্ত মোকাদ্দমা নং ৭৪০/২৫ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৫ ধারার বিধান মতে। তফসিল মৌজা- জাওয়ানী খতিয়ান রেল ভূমি দাগ ৪৪৬ শ্রেণী নামা পরিমাণ ১০৪ নালিশী ভূমির চৌহদ্দি যাহার উত্তরে মতিউর রহমান, দক্ষিণে বাবুল, পূর্বে-রেল লাইন, পশ্চিমে হাজী আব্দুল হেকিম গং উল্লেখিত জমিতে ধান চাষাবাদ করে। এই জমি ধান কেটে নেবার জন্য জুনায়েদ কবীর তার লোকজন নিয়ে পরিকল্পনা করে পরে হাজী ও তার পরিবারবর্গ বিষয়টি টের পেয়ে দ্রুত ধান কেটে নিয়েছে। এই পুরো এলাকা আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মী গণ ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকা বাসীর কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন প্রায় ১০০ বছর ধরে হাজী আব্দুল হেলিম এর পূর্বপুরুষ থেকে উল্লিখিত জমিটি তারাই ভোগ দখল করে আসছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী হাজী আব্দুল হেলিম পরিবারবর্গ। প্রকাশ থাকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা চলবে