মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আহমাদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখে চলেছেন তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দলীয় ঐক্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
এছাড়া নেতৃবৃন্দ জানান, মানবিক সহায়তা এবং দোয়া-অনুষ্ঠানকে নিয়মিত কর্মসূচি হিসেবে ধরে রেখে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য এ ধরনের দোয়া মাহফিল দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাঁদের।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থী, হতদরিদ্র, দুস্থ মানুষ ও স্থানীয় উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড