
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
জানাযায় কক্সবাজারের ঈদগড়ে বিশেষ অভিযান করেছে ঈদগড় পুলিশ। শুক্রবার বিকেলে ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেইল্লা ঘোনা এলাকায় অভিযান চালিয়ে মহেশ খালির ডেইল্লা ঘোনা এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে আরিফকে আটক করা হয়। আটককৃত আরিফের কাছ থেকে ১২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঈদগড় পুলিশ। অভিযান সফল হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এসআই খোরশেদ আলম।