বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়ায় পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাদঈশা পৌর সভার ৪নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে
সারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি সেন্টার কাম পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহীদুজ্জামান তরুণ'র সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন,পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ও বিএনপি'র সদস্য ডা.আহম্মেদ মোস্তফা নোমান ।
বিশেষ অতিথির বক্তব্য দেন,পৌর বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপি'র যুগ্মআহবায়ক মো.আলতাব হোসেন খান,আবু হেনা মোস্তফা কামাল রেজা, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,ভাঙ্গুড়া পৌর বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক, কাহার বাবর, ৪নং ওয়ার্ড পৌর বিএনপি'র সিনিয়ার সহসভাপতি আব্দুল গণি প্রাং,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ,৪নংওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,অনুষ্ঠানের সভাপতি অবঃ অধ্যক্ষ শহিদুজ্জামান তরুণ।
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রেখে শারীরিকভাবে আরও অসুস্থ করে তুলেছিলো। সুচিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল, যা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তারা বলেন, খালেদা জিয়ার পরিবার তাঁকে বিদেশে চিকিৎসার জন্য বহুবার আবেদন করলেও সরকার তা উপেক্ষা করেছে।
দেশবাসীর বিশ্বাস ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বিভিন্ন সময়ে তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি। কারণ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক এবং তাঁর আপস হীন নেতৃত্বের প্রতি এ জাতি সবসময় আস্থাশীল।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, সারুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মুফতি আব্দুর রহিম।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড