প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ইট ভাটায় ১,৫০,০০০ টাকা জরিমানা; ট্রাক জব্দসহ চিমনী ধ্বংস
ষ্টাফ রিপোর্টারঃ
সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ইং ০৩/১২/২০২৫ তারিখ সকাল ১১.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন হরিপুর খলিসাগাড়ী এবং ০৮ নং মাহমুদপুরস্থ তলব রশীদ এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৪/৬/১৪/১৬ ধারার অনুকূলে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে এমএম ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক মোঃ মাছুম, পিতা- মোঃ মামুনুর রশীদ, সাং- তলব রশীদ, ডাক- দড়িয়া, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর‘কে ৫০,০০০/- জরিমানা করা হয়। একই জেলা ও থানাধীন হরিপুরুস্থ খলিসাগাড়ী সাকিনস্থ এএসএম বিক্স প্রতিষ্ঠানের মালিক মোঃ মিঠুকে- ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং এবি ইটভাটার মালিক মোঃ হাফিজুর রহমান এর ০১ টি মহেন্দ্র ট্রাক জব্দ ও এমএমবি ইটভাটার মালিক মোঃ আলতাফ হোসেন এর ইটভাটার সঠিক কাগজ পত্রাদি না থাকায় চিমনী ভেঙ্গে ফেলা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত