,বান্দরবান সদর প্রতিনিধিঃ
দীর্ঘদিন শৃঙ্খলাজনিত নিষেধাজ্ঞার পর অবশেষে বান্দরবানের ছয় নেতাসহ সারাদেশের মোট ২৪ জন বহিষ্কৃত নেতা–কর্মীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত নেতাদের দাখিল করা লিখিত ব্যাখ্যা ও উপস্থাপিত যুক্তিগুলো পর্যালোচনা করে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে পুনর্বহাল হওয়া নেতারা আবারও দলের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
বান্দরবানের পুনর্বহাল হওয়া ছয় নেতা
আব্দুল কুদ্দুছ – সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি, আবুল কালাম – সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি, মোহাম্মদ কামাল উদ্দিন – সাবেক সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি, জাকের হোসেন মজুমদার – সাবেক সহ-সভাপতি, লামা উপজেলা বিএনপি, হামিদা চৌধুরী – সাবেক সভানেত্রী, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দল, মোহাম্মদ রিটন – সাবেক দপ্তর সম্পাদক, আলীকদম উপজেলা বিএনপি।।
স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন বহিষ্কারাদেশ বহাল থাকায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জেলার নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁদের মতে, অভিজ্ঞ নেতাদের প্রত্যাবর্তন দলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে সহায়তা করবে।
বিএনপির কেন্দ্রীয় সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে শক্তিশালী করা, তৃণমূলে ঐক্য ফিরিয়ে আনা এবং আগামীর আন্দোলনকে আরও বেগবান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বিশ্বাস, অভিজ্ঞ নেতাদের সক্রিয় অংশগ্রহণ সারাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড