কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় ঐক্য, গণতন্ত্রের অগ্রযাত্রা ও চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল, নয়াবাজার কলেজ শাখা কর্তৃক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, “দেশের গণতন্ত্রকে সুসংহত করা, জাতীয় ঐক্য শক্তিশালী করা এবং রাজনৈতিক সংকট নিরসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সক্রিয় ভূমিকা আজ সময়ের দাবি।”তিনি আরও বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেশনেত্রী লালন করেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আবেগভরে আরও যোগ করেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়—সমগ্র জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। কারাবরণ, নির্যাতন, প্রতিকূলতা— কোন কিছুই তাকে নত করতে পারেনি। দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন সংগ্রামই তাকে গণতন্ত্রের মা’র মর্যাদায় অধিষ্ঠিত করেছে। দেশের এই সংকটকালীন মুহূর্তে তার সুস্থতা জাতীয় স্থিতিশীলতার জন্য অপরিহার্য।”
নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কখনো পিছু হটেননি। তার সীমাহীন ত্যাগ, দৃঢ় মনোবল এবং দেশমাতৃকার প্রতি অগাধ ভালোবাসা এই জাতির জন্য প্রেরণার বাতিঘর। আজ তিনি অসুস্থ—এটি শুধু বিএনপির দুঃখ নয়, এটি পুরো জাতির দুঃখ, পুরো জাতির উদ্বেগ।”তিনি আরও বলেন,
“তার অবর্তমানে বাংলাদেশ রাজনৈতিকভাবে অনিরাপদ। তিনি সুস্থ হয়ে গণতন্ত্রকে মুক্ত করতে আবারও জনগণের পাশে দাঁড়াবেন—এই আশা নিয়েই আমরা দোয়া করছি। ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা, ত্যাগ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশনেত্রীর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব নিতে হবে।”
ব্যারিস্টার অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরাই আগামী দিনের বাংলাদেশ। আদর্শবান হও, দেশকে ভালোবাসো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও—এটাই দেশনেত্রীর প্রত্যাশা।”
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমন এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নয়াবাজার কলেজের অধ্যক্ষ আবদুল মালেক মিয়া, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জাকারিয়া হাবিব, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, জাসাসের আহ্বায়ক সাফায়েত, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক চেয়ারম্যান সুলতান খান, মিজানুর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, লোকমান, শহিদুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আসপাশের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সাংবাদিক সহ নানা পেশার মানুষ
দোয়া মাহফিলের পুরো আয়োজনজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও নয়াবাজার কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্রদল সভাপতি সোহাগ হাসান শান্তর দাবির প্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন নির্মাণের জন্য প্রধান অতিথি আমান উল্লাহ আমান নগদ ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং সভাপতিকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড