চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এ উপলক্ষে মোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
এবারের কুচকাওয়াজে ১৮৪ জন দীর্ঘমেয়াদি কোর্স এবং ২০ জন স্পেশাল কোর্সের ক্যাডেট কমিশন পান। নতুন ২০৪ কর্মকর্তার মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন মহিলা অফিসার রয়েছেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌকস কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কারও বিতরণ করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, *আজকের শপথের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।তিনি আরও যোগ করেন, প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক অস্ত্রে সজ্জিত একটি পেশাদার বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
সেরা ক্যাডেট হিসেবে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক অর্জন করেন মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য পান সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’।
কুচকাওয়াজ শেষে নবীন অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে তাঁদের পিতা-মাতা ও অভিভাবকরা র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন—যা অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড