
নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি: উৎসবমুখর পরিবেশে নাইক্ষ্যংছড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফুলতলি একাদশ বনাম বিছামারা একাদশের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করতে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত জামায়াতের আমীর আবু নাসের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাসিম। অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
উৎসাহ–উদ্দীপনায় ভরপুর ম্যাচে উভয় দলই দারুণ দক্ষতা ও ক্রীড়া–সুলভ মানসিকতার পরিচয় দেয়। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, স্থানীয় ফুটবলকে এগিয়ে নেওয়া এবং তরুণদের মাদকমুক্ত রাখতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।