স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে উপর হামলা চালায়। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন স্থানে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার চাই। আমি থানায় মামলা করব। ঘটনার বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, পূর্ব বিরোধদের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মে চৌদ্দকাউনিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেকু হাসানের নেতৃত্বে প্রতিপক্ষের আটটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর একই গ্রুপ বাউল গানের আসরে হামলা চালায়, যাতে একজনের হাতের কবজি বিচ্ছিন্নসহ চারজন আহত হন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড