আলোকিত নিউজ ডেস্কঃ
রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য এক নতুন সুবিধা চালু হতে যাচ্ছে আজ। এখন থেকে মেট্রোরেলের স্থায়ী কার্ড ব্যবহারকারীরা আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। তারা ঘরে বসেই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে তাদের মেট্রোরেল কার্ড রিচার্জ করতে পারবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই রিচার্জ সুবিধার উদ্বোধন করা হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
নতুন এই সেবা চালু হলে, যাত্রীরা ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের মেট্রোরেল কার্ডে টাকা ভরতে পারবেন। এর ফলে যাত্রীরা একদিকে যেমন সময় বাঁচাতে পারবেন, তেমনি মেট্রোরেল ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সহজ ও সুবিধাজনক।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড