ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরর উপজেলার উমেদপুর ইউনিয়নের অজিফা রবিউল্লাহ্ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার(১৬) এর আত্মহত্যার জন্য দায়ী ও প্ররোচনাকারীদের বিরুদ্ধে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মানবন্ধনটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রথমে উমেদপুর-শিবচর আঞ্চলিক সড়কে ও পরে উমেদপুর বাজারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সড়কটিতে তখন উভয়দিক থেকে যাবনবাহন চলাচল বন্ধ হয়ে যায়- যা'র খবর গতকাল সোমবার দৈনিক আলোকিত নিউজ পত্রিকা ও আলোকিত টিভি নিউজ অনলাইনে প্রচারিত হয়েছে। এ বিষয়ে আরো অধিক অনুসন্ধানের জন্য মঙ্গলবার (২৫, নভেম্বর) শিবচরের উমেদপুর ইউনিয়নের আলেপুরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা সুমাইয়ার গ্রামে ও অভিযুক্ত রিফাত উকিল সহ অন্যান্যদের বিষয়ে খোঁজ-খবর নিতে গেলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য যে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ের আলেপুর গ্রামের আসমত উকিলের পুত্র রিফাত উকিল ( ২২) এর সাথে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিলো। রিফাত উকিল ও তার পরিবার উক্ত এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও প্রচুর অর্থবিত্তের মালিক হওয়ায় এলাকায় তাদের রয়েছে ক্ষমতার দাপট। সুদের ব্যবসাই তাদের প্রচুর অর্থ-বিত্তের মালিক করেছে, টাকার গরমে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত এলাকার অনেকেই অভিযোগ করেছেন। পক্ষান্তরে সুমাইয়া আক্তারের পরিবার অপেক্ষাকৃত গরীব ও দূর্বল প্রকৃতির মানুষ। তাদের প্রেমের বিষয়টি রিফাতের পরিবার জেনে ফেললে তারা সুমাইয়া আক্তারকে মেনে নিতে পারেনি এবং বিভিন্নভাবে অপমান-অপদস্ত, ভয়-ভীতি দেখায়। এমনকি তাদের বসতবাড়ীতে গিয়েও তাকে এবং পরিবারের লোকজনকে অপমান-অপদস্ত করে। এরই প্রেক্ষিতে সুমাইয়া আক্তার অপমান সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় এবং ১৯ নভেম্বর তারিখে পার্শ্ববর্তী একই গ্রামের তার নানীর বাড়ীতে গিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরবর্তাতীতে সুমাইয়ার পিতা আত্মহত্যার প্ররোচনাকারী প্রধান আসামী রিফাত উকিল এবং তাদের সহযোগিতাকারী ইব্রাহিম মাদবর, নয়ন মাদবর, মুরাদ মোড়ল ও রিফাত মাদবর এই ৫ জন সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলাটিকে ধামাচাপা দেয়ার জন্য উল্লেখিত আসামীরা প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় চেষ্টা-তদবির চালাচ্ছেন এবং মোটা অংকের টাকার বিনিময়ে অনেক-কে ম্যানেজ করা চেষ্টা করছেন বলে সুমাইয়ার পরিবারের লোকজন অভিযোগ করে। হত্যার অভিযোগে মামলা হওয়ায় সুমাইয়া আক্তারের পিতা সহ পরিবারের অন্যান্য লোকজনকে হুমকি-ধমকি দিয়ে মামলা তুলে নেবার চেষ্টা করছে উল্লেখিত রিফাত উকিল ও তার দলবলের লোকেরা , তাদের দেখে নেবে বলেও ভীতি ছড়ানো ও হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মামলার বাদীপক্ষ সুমাইয়া আক্তার আত্মহত্যার জন্য দায়ীদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দ্রুত গ্রেফতার ও সরকারের কাছে ন্যায়বিচার ও আসামীদের ফাঁসি কামনা করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড