নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তিন দফা দাবিতে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে দেশের ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় ঐক্য পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এই কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এর আগে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছিল, এবং এখন থেকে টানা তিন দিন পূর্ণদিবস কর্মবিরতি চলবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানিয়েছেন, সহকারী শিক্ষকরা তাদের তিনটি মূল দাবি বাস্তবায়ন করতে চান:
১. এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান।
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি।
৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
তিনি বলেন, আমরা বহুদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তাই এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।
সংগঠনটি আরও জানিয়েছে, দাবি আদায়ে কোনো অগ্রগতি না হলে তারা বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি এবং সেখানে কর্মরত শিক্ষকের সংখ্যা তিন লাখ ৮৪ হাজারেরও বেশি। এছাড়া, শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড