স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল-০৪ কালিহাতি আসনে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমানুষের নেতা জননেতা জনাব বেনজির আহমেদ টিটো-র সমর্থকদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হয়ে সাংবাদিকদের সামনে নির্বাচনী প্রস্তুতি ও তৃণমূলের অবস্থান তুলে ধরেন।
কালিহাতী তৃণমূল নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম শোভা, কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম রফিক,
এলেঙ্গা পৌর-বিএনপির সভাপতি মোঃ একাব্বর আলী,এলেঙ্গা পৌর-বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর-রশিদ মিনু,কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা (প্রমুখ), সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান লিটন সিদ্দিকী,কালিহাতী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম খান, কালিহাতী উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এম নুরুল ইসলাম,এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (পাপন)
সহ অন্যান্য নেতা-কর্মীরা।
নেতাকর্মীরা বক্তব্যে বলেন,তৃণমূলের একটাই প্রত্যাশা, জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নিকট দাবি আগামী জাতীয় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৪ কালিহাতি আসনে দাবি মোদের একটাই জননেতা জনাব বেনজীর আহমেদ টিটো-কে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই।
দলের অভ্যন্তরীণ প্রার্থীতা নিয়ে আলোচনা করতে গিয়ে নেতাকর্মীরা মন্তব্য বলেন,সম্ভাব্য প্রার্থী তালিকায় অন্য একজনের নাম এলেও তৃণমূলের মতামত ও গত ১৭ বছরের মাঠের বাস্তবতা বিবেচনায় বেনজির আহমেদ টিটোই কর্মীদের কাছে গ্রহণযোগ্য।
আলোচনা-সভা শেষে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠ থেকে একটি শোডাউন শুরু হয়ে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। শোডাউন শেষে নেতা-কর্মীদের মাঝে খিচুড়ি বিতরণের মধ্য দিয়ে প্রচারণা কর্মসূচি সমাপ্ত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড