রোকসানা কাজল,স্টাফ রিপোর্টেরঃ
শনিবার(২২ নভেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা ঘটনার পরই আহত হারিছুর রহমান শিপলুকে আশংকাজনক অবস্থায় গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক হারিছুর রহমান শিপলু বাসন থানায় ৩ জনের নাম উল্লেখ সহ আরও ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখিত অভিযুক্তরা হলেন- ১। মোঃ জাহাঙ্গীর আলম(৫৫),পিতা-সৈয়দ আলী শেখ ২। মোঃ আরিয়ান হোসেন(২৫),৩। মোঃ শাকিব ইসলাম,উভয় পিতা মোঃ জাহাঙ্গীর আলম সাং-কলেজপাড়া,থানা-বাসন,গাজীপুর মহানগর ।
অভিযোগ সূত্রে জানা যায়,শনিবার আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার সময় কিছু সংখ্যক লেবার দিয়ে বৈধ গ্যাস লাইনের জন্য সাংবাদিক শিপলু তার নিজ বসতবাড়ির দক্ষিণ পাশে রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় মাটি গর্ত করতে ছিল। এ সময় অভিযুক্তরা হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লেবারদের কে এলপাথারি মারপিট করতে শুরু করে।এরপর লেবারদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। এসময় বাঁধা প্রদান করিলে,অভিযুক্তরা সাংবাদিক শিপলুকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।গালাগালি করতে নিষেধ করলে সাংবাদিক শিপলুকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলপাথারি মারপিট শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত আসামী জাহাঙ্গীর আলমের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক শিপলুর মাথায় গুরুতর জখম করে।এরপর অভিযুক্ত ২নং আসামী আরিয়ান হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও ৩নং আসামী শাকিপ পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়,এসময় শিপলু চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সাংবাদিক হারিছুর রহমান শিপলু গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ও জাতীয় সাংবাদিক সংস্থার(গাজীপুর জেলা কমিটির)।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহিন খান বলেন,অভিযোগ পেয়েছি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।পরবর্তী আইন অনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড