ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষেই বড় জয়ের আভাস মিলেছিল। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের দীর্ঘ প্রতিরোধে অপেক্ষা কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ২১৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট আরও স্মরণীয় করে তুলেছে স্বাগতিকরা। এর সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার পঞ্চম দিনের খেলা শুরু হয় আয়ারল্যান্ডের ১৮৯ রানে। ক্যাম্ফার ছিলেন ৩৪ রানে এবং অ্যান্ডি ম্যাকব্রেইন ১১ রানে অপরাজিত। দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ম্যাকব্রেইনকে ৫৩ বলে ২১ রানে ফিরিয়ে দেন তিনি।
এরপর জর্ডান নেইলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যাম্ফার। দুজন মিলে যোগ করেন ৪৮ রান। নেইল ৩০ রানে আউট হলে চাপ বাড়ে সফরকারীদের ওপর, তবু লড়াই চালিয়ে যান ক্যাম্ফার। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হয় জয়ের জন্য।
বিরতির পরও ক্যাম্ফারের প্রতিরোধ থামেনি। তবে সঙ্গী পেতে থাকেন না তিনি। গ্যাভিন হোয়ে ৩৭ রান করে ফিরলে শেষ ব্যাটার ম্যাথুউ হ্যাম্পায়ারও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১৩ ওভার ৩ বলে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ নেন চারটি করে উইকেট।
এই ম্যাচ মুশফিকুর রহিমের ক্যারিয়ারের মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলেন তিনি। প্রথম ইনিংসে করেন ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার এই আলো ছড়ানো পারফরম্যান্সেই উজ্জ্বল হয়ে ওঠে শততম টেস্ট।
প্রথম ইনিংসে মুশফিক ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৭৬ রান। জবাবে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৯১ রানে থামে সফরকারীদের ইনিংস ঢাকা টেস্টে বড় জয়, সিরিজে হোয়াইটওয়াশ-মুশফিকের শততম টেস্ট হয়ে রইল স্মরণীয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড