বিনোদন ডেস্কঃ
ছোট পর্দার জনপ্রিয় মুখ ও ওয়েব সিরিজ তাকদীর–এ অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পাওয়া অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব এই তারকা এবার নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে করা একটি পোস্টে ভক্তদের সঙ্গে খুলে বললেন মনোভাব।
সাদিয়া জানান, গত ফেব্রুয়ারি থেকে অনেক সুন্দর ছবি ও ভিডিও জমে আছে তার কাছে, কিন্তু নানা কারণে সেগুলো আর পোস্ট করা হয়ে ওঠেনি।
তার ভাষায়, “পোস্ট করবো করবো করে এতগুলো ছবি-ভিডিও জমে গেলো! এখন আর ইচ্ছাই করছে না আপলোড করতে।”
এরপরই বয়স প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমার বয়স বেশি না, কিন্তু একটা ছবি বা ভিডিওর পিছনে এত এফোর্ট লাগে! ছবি বাছাই, এডিট, গান সিলেক্ট—এখন সবকিছুই অনেক প্রেসার মনে হয়। বয়স তো বেশি না, তবুও এমন কেন হয়? আপনাদের কি এমন হয়?”
তিনি আরও লেখেন, “ওহ, পোস্টের সঙ্গে মিল আছে এমন ক্যাপশন খুঁজতেও যে কতো ঝামেলা! সেটা তো বলতে ভুলেই গেছি।”
পোস্টটি প্রকাশের পর কমেন্ট বক্সে জমতে থাকে নানা প্রতিক্রিয়া। একজন নেটিজেন লিখেছেন “হ্যাঁ, আমার সাথেও হয়! কোন গান রাখবো ভাবতেই মুড চেঞ্জ হয়ে যায়।”
আরেকজন মন্তব্য করেন— “সব সময় মন একরকম থাকে না। মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, পোস্ট করাও না।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড