
নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার অসহায়,গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বিজিবির সদর দপ্তরের উদ্যোগে সারাদেশে অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ানের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এর নেতৃত্বে প্রায় ৪৭৫ জন অসহায়, গরীব ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এসময় স্থানীয় মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং এলাকার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রীসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক এই কার্যক্রম সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অংশগ্রহণকারী স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি সীমান্ত এলাকায় এমন চিকিৎসা সেবা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। তারা ভবিষ্যতেও এধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবা কার্যক্রমের মাধ্যমে বিজিবি যেআ মানুষের আস্থার জায়গা আরও মজবুত করে চলেছে কক্সবাজারের এই আয়োজন তার আরেকটি প্রমাণ।