রাজবাড়ী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক দলের সহ–সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সহস্রাধিক নেতাকর্মীরা বয়কট স্লোগান, ব্যানার–প্ল্যাকার্ড ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংবলিত পোস্টার হাতে সড়কে অবস্থান নেন। তারা খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অবরোধকারীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকজন কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় ত্রিমুখী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, “বিএনপির তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ।মাঠে–ময়দানে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই নেতা আসলাম মিয়াকে বাদ দিয়ে সংস্কারপন্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে কর্মীদের মাঝে বিভাজন তৈরি হয়েছে। নেতাদের উচিত দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন আমরা মেনে নেব না। এই আসনে প্রকৃত জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট আসলাম মিয়া। দলকে বাঁচাতে হলে তৃণমূলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে হবে।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “এই মনোনয়ন তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র। গত ১৭টি বছর স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করাসহ রাজবাড়ী জেলা বিএনপিকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা করেছেন এই আসলাম মিয়া অথচ এই সংগ্রামী নেতাকে বাদ দিয়ে সংস্কারপন্থী নেতা আলী নেওয়াজ মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমাদের নেতা তারেক রহমানকে অনুরোধ করবো, তিনি রাজবাড়ী তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আস্থার প্রতীক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়াকে মনোনয়ন দিয়ে রাজবাড়ী বাসীর চাওয়া পূর্ণতা দিক। সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী বলেন, “আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে নেতা গত ১৭ বছর রাজপথে লড়াই করে গেছে, তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই মনোনয়ন প্রত্যাখ্যান করছি। দ্রুত আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দিতে হবে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড