শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকাতে পোশাক শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে আয়মন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশাযোগে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার ওড়না অটোরিকশার পিছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভিতর পড়ে থাকে। এমন ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায়।
নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, আমার ছেলের আকিকা অনুষ্ঠান ছিল গতকাল। এজন্য গত পরশুদিন আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করেন। আমি গ্রামে থেকে ব্যবসা করি। আজ সকালে আমার শ্বশুরবাড়ির মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় আমার স্ত্রী। সকাল ৮ টার সময় বাসা থেকে বের হন তিনি। ৯ টার কিছু পরে আমাকে এক নারী ফোন দিয়ে বলেন, আমার স্ত্রী এক্সিডেন্ট করেছে। আমি এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।
আমি তদন্ত সাপেক্ষে বিচার চাই।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন,আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড