
ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার মাঝামাঝি অংশে গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত ঢাকা–বরিশাল মহাসড়কে বড়-বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে আওয়ামীপন্থী নেতা-কর্মী-সমর্থকেরা। এতে সড়কের দু’দিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরী হয়।রবিবার (১৬ নভেম্বর) ভোরে এমন ঘটনার সূত্রপাত হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৭ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে আওয়ামীপন্থী নেতা-কর্মী-সমর্থকেরা এহেন কর্মকান্ড ঘটিয়েছেন। এসময় সীমাহীণ দূর্ভোগে পড়েন উক্ত সড়কের দু’পাশে চলাচলকারী শতশত যানবাহন ও সাধারণ মানুষ। উদ্ভূত পরিস্থিতির খবর পেয়ে সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেন আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, কালকিনি ও ডাসার থানার পুলিশ প্রশাসন সহ জেলা পুলিশ প্রশাসন এবং বিএনপি-জামায়াতের নেতা-কর্মী সহ স্থানীয়রা। জনমনে আতঙ্কের মধ্যে প্রায় দু’-ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পরে উক্ত মহাসড়ক থেকে বেরিকেড দেয়া গাছপালা সরিয়ে নিলে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে উক্ত মহাসড়ক সহ মাদারীপুরে বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা সহ দুস্কৃতিকারীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।