
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পার্কিং করে রাখা যাত্রীবিহীন বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
১৩ নভেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৫, রাত ১২টা ৩০ মিনিটের দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে রাখা স্বর্ণা পরিবহন–এর (নম্বর: পটুয়াখালী-ব ১১-০০৪৬) বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।
ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। আটকৃত ব্যক্তিরা হলেন—
১. মোঃ আতাউর রহমান রাসেল (২৯)
পিতা—আল আমিন খান, সাং—বৈঠাঘাটা।
(সহ-সভাপতি, আমতলী উপজেলা ছাত্রলীগ)
২. মোঃ পারভেজ খান (২৮)
পিতা—মোঃ হাসন আলী খান, ০১ নং ওয়ার্ড, গুলিসাখালী ইউনিয়ন।
(যুগ্ম আহ্বায়ক, আমতলী উপজেলা ছাত্রলীগ)
৩. মোঃ তম্ময় গাজী (৩৩)
পিতা—মোঃ হিমু গাজী, সাং—৮ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা।
(সদস্য, আমতলী পৌর যুবলীগ)
তার বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ ১১টি মামলা রয়েছে।
৪. মোঃ কাওছার আহমেদ রনি (৩৩)
পিতা—মোঃ আতিকুর রহমান ডাকুয়া, সাং সবুজবাগ ৫ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা।
(সাবেক সদস্য, আমতলী পৌর ছাত্রলীগ)
৫. মোঃ ছগির মল্লিক (২৩)
পিতা—মোঃ দেলোয়ার মল্লিক, সাং—পাতাকাটা ৮ নং ওয়ার্ড।
(সাবেক ছাত্রলীগ কর্মী)
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাসহ মোট দুইটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান।