বান্দরবান সদর প্রতিনিধিঃ
বান্দরবানের সুয়ালক ইউনিয়নে অভিযান ও সংবাদ প্রকাশের পরও থামছে না কাঠ পাচারের মহোৎসব। ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কাইচতলী–ভাগ্যকুল সড়কে আবারও দেখা গেছে পারমিটবিহীন কাঠ বোঝাই ট্রাক চলাচল করতে। স্থানীয়দের ধারণা, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই এই চোরা সিন্ডিকেট নির্বিঘ্নে পাচার চালিয়ে যাচ্ছে।
এর আগে ১১ নভেম্বর বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুয়ালকে পারমিটবিহীন বনাঞ্চলের গাছ পাচারের খবর প্রকাশের পর প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। কিন্তু দু’দিন না যেতেই আবারও পুরনো চিত্র ফিরে এসেছে এলাকায়।
সুয়ালকের কাইচতলী, কদুখোলা, ভাগ্যকুল ও টঙ্গাবতী এলাকায় প্রতিদিনের মতো ৩০–৪০টি ট্রাক ও মিনি ট্রাক করে কাঠ পাচার হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেন, “সংবাদ প্রকাশের পরও যদি বন বিভাগ কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে বোঝা যায় কেউ না কেউ এই সিন্ডিকেটকে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের অভিযান কেবল চোখে ধুলো দেওয়ার মতো। মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান বলেন, “আমরা নিয়মিত নজরদারি করছি। নতুন করে এমন অভিযোগ পেলে আবারও অভিযান পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড