ষ্টাফ রিপোর্টারঃ
স্টাফ রিপোর্টারঃ আজ ১৩ নভেম্বর ২০২৫ ইং বুধবার আওয়ামীলীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরে জেলা ও বিভিন্ন উপজেলাসহ সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। সকালে জেলার প্রধান প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা, তবে গাজীপুরে একাধিক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা খরব পাওয়া গেছে।
যান চলাচল সীমিত থাকায় রাস্তাঘাট আজ সকাল থেকে প্রায় জনমানবশূন্য দেখা যায়। স্বাভাবিক অফিস সময়েও গাড়ি ও যাত্রী চলাচল ছিল তুলনামূলক কম।
পুলিশ জানায়, সম্ভাব্য নাশকতা ঠেকাতে মহানগরের বিভিন্ন প্রবেশপথে কড়া চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন ও মোটরসাইকেল তল্লাশি চলছে।
নগরজুড়ে র্যাব, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
গাজীপুরে বাসে অগ্নিসংযোগ
গাজীপুরের আশুলিয়া, চন্দ্রা ও টঙ্গী এলাকায় গতরাতে অন্তত চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিসফেন্স জানায়, ভোররাতে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় দুটি বাস পুড়ে যায়। তবে ঔসময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় প্রাণহানি ঘটনা ঘটেনি।
পুলিশের ধারণা, এটি পরিকল্পিত নাশকতা। ঘটনার পরপরই এলাকাজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাজনৈতিক পটভূমিঃ শাসকদল ও বিরোধীদলের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যেই “ঢাকা লকডাউন” ঘোষণা করা হয়।
এই কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা বাড়ছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীতে নাশকতার আশঙ্কায় ৪৪ জনকে আগেই আটক করা হয়েছে।
জনজীবনে প্রভাব লকডাউনের প্রভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
ঢাকায় অফিসগামীদের অনেকেই আজ গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছেন। দোকানপাট ও বাজারগুলো আংশিক খোলা থাকলেও ক্রেতা ছিল খুবই কম।
অন্যদিকে গাজীপুরে সকাল থেকে শিল্পাঞ্চলগুলোয় কর্মীদের উপস্থিতিও ছিল কম। পরিবহন বন্ধ থাকায় অনেকেই কাজে যোগ দিতে পারেননি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ঢাকা ও গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়, ফ্লাইওভার ও প্রবেশপথে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা দমন করতে “শূন্য সহনশীলতা” নীতি অনুসরণ করা হবে।
প্রশাসনের আহ্বানঃ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে অনুরোধ করেছে।
পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড